1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বগুড়ায় বার সমিতির নির্বাচনে আইনজীবীদের মনোনয়ন জমা - দৈনিক দেশেরকথা
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু,৪০৩ জন হাসপাতালে ভর্তি গণভবনকে স্মৃতি জাদুঘরে রূপান্তর করে তুলে ধরা হবে ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ চট্টগ্রামে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেও যে কারণে পর্যটক নেই শ্যামলীতে আবাসিক হোটেলে শিক্ষার্থীদের অভিযান, হামলা, ৩ শিক্ষার্থী আহত ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে বিজিবি অনুরোধ পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয় পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি সাবেক সেনাপ্রধান জেনারেল মইনের পিরোজপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

বগুড়ায় বার সমিতির নির্বাচনে আইনজীবীদের মনোনয়ন জমা

মোঃ সবুজ মিয়া
  • প্রকাশ সোমবার, ১ নভেম্বর, ২০২১

 132 বার পঠিত

বগুড়া প্রতিনিধি>বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড, আব্দুল মতিন ও এ্যাড, গোলাম রব্বানী খান রোমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ্যাড, মাহবুবর রহমান ও এ্যাড, আব্দুল বাছেদ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ্যাড, সাইফুল ইসলাম পল্টু  ও এ্যাড, আব্দুল লতিফ ববি পরিষদ মনোনয় পত্র দাখিল করেছে।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে গওহর আলী বার ভবনে সংগঠনটির নির্বাচন পরিচালনা কমিটির কাছে পরিষদ তিনটির মনোনয়ন পত্র দাখিল করা হয়। এরমধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এ্যাড, আব্দুল মতিন ও এ্যাড, গোলাম রব্বানী খান রোমান পরিষদের মনোনয়ন পত্র দাখিলের সময় এ্যাড. রেজাউল করিম মন্টু, এ্যাড. নরেশ মুখার্জী, এ্যাড. আশেকুর রহমান সুজন, এ্যাড. তবিবর রহমান তবি, এ্যাড. আনোয়ার হোসেন পায়েলসহ পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ্যাড, মাহবুবর রহমান ও এ্যাড, আব্দুল বাছেদ পরিষদের মনোনয়ন পত্র দাখিলের সময় এ্যাড. আফতাব উদ্দিন আহম্মেদ, এ্যাড. হাফিজার রহমান, এ্যাড. শফিকুল ইসলাম টুকু, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. আরী আসগর, এ্যাড. মোজাম্মেল হকসহ পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত এ্যাড. সাইফুল ইসলাম পল্টু এ্যাড.আব্দুল লতিফ ববি পরিষদের মনোনয় পত্র দাখিল করেন সমিতির সভাপতি এ্যাড, রফিকুল ইসলাম লাল। এসময় এ্যাড. লুৎফর রহমান-২, এ্যাড. আহসান হাবিব সরকার ময়না, এ্যাড. টিএম আব্দুল মতিনসহ পল্টু-ববি পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির পক্ষথেকে জানাযায়, এবারে সংগঠনটির ভোটার রয়েছে ৭৭৮ জন। আগামী ২৬ নভেম্বর সকাল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গওহর আলী বার ভবনে ভোট গ্রহণ করা হবে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park