ববি প্রতিনিধি>করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সেশনজট নিরসনের উপায় হিসেবে শীতকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর মধ্যে শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা, শহীদ বুদ্ধিজীবী দিবসের ছুটি বহাল থাকবে।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণত ১৪ দিনের শীতকালীন ছুটি থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের পূর্বনির্ধারিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।