216 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ(২পর্যায়)ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।এ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল,সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া আলীম।এ ছাড়া আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী(পাইলট)ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রাসেল, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সানজিদা রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আ’লীগে বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ প্রমুখ।উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট)এসময় উপজেলার যুবদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও যুব মহিলা কমপ্লেক্স নির্মাণসহ ন্যাশনাল সার্ভিস বাস্তবায়নের দাবি জানান।প্রতিমন্ত্রী তা বাস্তবায়নে আশ্বস্ত করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াপ্রেমী।তার ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে।