251 বার পঠিত
নিজেদের প্রথম দুই ম্যাচের দুটোই হেরেছে স্বাগতিক কাতার। নেদারল্যান্ডস-ইকুয়েডর ম্যাচে ইকুয়েডর জিতলে কাগজে-কলমের হিসেবে তবুও টিকে থাকতো স্বাগতিকরা।
কিন্তু ভাগ্যটাও সঙ্গ দিল না ফেলিক্স সানচেজের শিষ্যদের। ‘এ’ গ্রুপের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে ইকুয়েডর। আর তাতে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কাতারের বিদায়ঘণ্টা বাজল গ্রুপ পর্ব থেকেই।
কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার নেদারল্যান্ডস-ইকুয়েডরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আগের ম্যাচে হ্যাট্ট্রিক করা ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া গোল পেয়েছেন আজকের ম্যাচেও।
এই ড্রয়ে জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই। সমান চার পয়েন্ট ও সমান গোল ব্যবধান নিয়েও কার্ডের হিসেবে ইকুয়েডরের চেয়ে এগিয়ে নেদারল্যান্ডস। তিন পয়েন্ট নিয়ে এই দুদলের পরেই আছে সেনেগাল। শেষ ষোল নিশ্চিত করতে তিন দলের জন্যি জরুরি শেষ ম্যাচে জয় তোলা।