252 বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত স্বনামধন্য বিদ্যাপীঠ সোনামণি আইডিয়াল স্কুলের শিক্ষার মানোন্নয়নে ও ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান,যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সোনামণি আইডিয়াল স্কুল পরিচালনা পর্ষদের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন,কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম।
প্রধান অতিথির বক্তব্য দেন,মাগুরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতিষ চন্দ্র রায়,বিশেষ অতিথির বক্তব্য দেন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,উঃ দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল,নয়ানখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মওলা।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর।
এসময় সুধীজনসহ ছাত্র-ছাত্রী,অভিভাবক শিক্ষক,শিক্ষিকা,কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন,আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা,পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে স্কুলটির শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাতা পরিচালক আলী আকবর বলেন,ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক,শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না।অভিভাবকবৃন্দরা শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।
পরিশেষে তিনি এ সমাবেশের আলোচনা সভায় অভিভাবকবৃন্দের সূ-চিন্তিত মতামত,পরামর্শ ও দিক-নির্দেশনা সমূহ প্রদান করেন তা দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার মানোন্নয়ন ত্বরান্বিত করতে আশ্বস্ত করেন।সমাবেশ শেষে এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়।