1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন:বেগম মতিয় চৌধুরী এমপি - দৈনিক দেশেরকথা
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শিগগিরই আসছে: আসিফ মাহমুদ চিটাগংকে কাঁদিয়ে বিপিএলের চ্যাম্পিয়ন বরিশাল ঢাকা ও দিল্লির মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা কিশোরগঞ্জে ছেলের জীবন বাঁচাতে অসহায় পিতা-মাতার আকুতি  কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উসকানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস উইং শেখ সেলিমের বনানীর বাসায় আগুন কিশোরগঞ্জে কমিউনিটি পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ দিবস উদযাপন  শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে দুদকের অনুসন্ধান অভিনেত্রী মেহের আফরোজ গ্রেপ্তার

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন:বেগম মতিয় চৌধুরী এমপি

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

 168 বার পঠিত

জামাল পুর প্রতিনিধি>আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন , জিয়াউর রহমান পাকিস্তানের সাথে নিঃস্বার্থভাবে সখ্যতা করেছেন। কাজেই তার হাত দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কিছুতেই তৈরি হতে পারে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের রায় নিয়েই ক্ষমতায় আসীন হয়েছেন। শেখ হাসিনা বাঁকা পথে ক্ষমতায় আসেন নি।

তিনি আরও বলেন,রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসেছিলো তখন ফটোসেশান হয়েছে। কিন্ত শেখ হাসিনা সেই রোহিঙ্গাদের মমতায় আগলে রেখেছেন। শেখ হাসিনা তার কর্ম দিয়ে প্রমাণ করেছেন তিনি মানবতার মা। রাজনৈতিক এন্টিবায়োটিক দিয়েই অদ কবিরাজদের বিদায় করেছেন। শেখ হাসিনা যা বলেন, তা জীবনের ঝুঁকি নিয়ে হলেও তা করেন। আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

১২ নভেম্বর   শনিবার বিকালে জামালপুর শহরের কাচারিপাড়ায় সিংহজানি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের  ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.আব্দুল মান্নান খানের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, হাফিজুর রহমান স্বপনের সঞ্চালনায়  উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি,সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ হোসেন তরফদার, সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন,জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমূখ।

 
ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park