কেন যাবো সেই দূরে,কী আছে সেথা?অন্তরে মমতা বড়ো জাগে ব্যাথা,ডাল অন্নে রোচে যদি স্বদেশের বসু,লাঞ্চিত হতে কেন যাবো বহুদূর।
মস্তকে মৃত্তিকা লাগিয়ে পাই যা যা সুখ,স্বর্ণের শিকল অঙ্গে বেঁধে না যাবো দূর।হরিণের পিছনে ঘুরে না হবো ক্লান্ত,বৃষ্টির শীতলে মন হবে শান্ত।
গোবরের ঘ্রান কিংবা মাটির সুবাস,বসন্তের ফুটিত রঙিন বাতাস,আলো ছায়া না ছায়ার আলো,বুক ঠুকে বলি স্বদেশ আমার প্রিয়।
কে কবে এসে বলেছে হেথা,ভিন দেশে সে হয়েছে নেতা,আমি তারে জিজ্ঞেস করি,অন্নের তলে কি সে পেয়েছিল বাটি?(ধন্যবাদ)
লেখকঃপল্লব বিশ্বাস,গ্রামঃ রহিমাবাদ জেলাঃ নরসিংদী উপজেলাঃ রায়পুরা পেশা :ছাত্র।