1. alaminjhalakati@gmail.com : mdalminjkt Jhalakathi : mdalminjkt Jhalakathi
  2. arifkhanjkt74@gmail.com : daynikdesherkotha :
দিনাজপুরে নতুন করে ১৯ জন করোনা শনাক্ত - দৈনিক দেশের কথা
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ১০:৪৭ অপরাহ্ন

দিনাজপুরে নতুন করে ১৯ জন করোনা শনাক্ত

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
  • প্রকাশিত বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২১ বার দেখেছেন

গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১৯ জন কোভিড -১৯ শনাক্ত এরমধ্যে(বিরল-১, সদর-১৬, ফুলবাড়ী-২), নতুন করে সুস্থ হয়েছে ৬ জন (বিরল-১, সদর-৪, পার্বতীপুর-১)। এ নিয়ে জেলায় মোট রোগী -৪৭৮৫, মোট সুস্থ -৪৬৩০ জন,মোট মৃত্যু-১০১ জন।
বৃহস্পতিবার (২৫ মার্চ)  দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুরে গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে ১৪৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ ও ১২৫ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৪৭৮৫ জন, সুস্থ হয়েছে ৪৬৩০ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১০১ জন। আক্রান্তদের মধ্যে


*সদরে ২৫০৯ জন(সুস্থ ২৪২৭ জন ), (মৃত্যু -৪২ জন)
*বিরলে ২৯৩ জন(সুস্থ ২৮৬ জন),(মৃত্যু-৬ জন)
*নবাবগঞ্জে ১৩৭ জন (সুস্থ ১৩৪ জন), (মৃত্যু-৩ জন)
*ফুলবাড়ীতে ১৭৫ জন (সুস্থ ১৬৪ জন), (মৃত্যু-৮ জন)
*পার্বতীপুরে ৪০২ জন (সুস্থ ৩৮৫ জন),(মৃত্যু -৮ জন)
*বোচাগঞ্জে ১৪০ জন (সুস্থ ১৩৭ জন),(মৃত্যু-৩ জন)
*ঘোড়াঘাটে ৮৮ জন(সুস্থ ৮৮ জন),
*কাহারোলে ১৬৩ জন (সুস্থ ১৫৮ জন),(মৃত্যু -৫ জন)
*হাকিমপুরে ৮৬ জন(সুস্থ ৮৫ জন),,(মৃত্যু -১ জন)
*চিরিরবন্দর ২০৬ জন (সুস্থ ১৯৬ জন),(মৃত্যু -১০ জন)
*বিরামপুর ৩২৩ জন (সুস্থ ৩১৭ জন),(মৃত্যু -৬ জন)
*বীরগঞ্জ ১৫০ জন (সুস্থ ১৪৪ জন),(মৃত্যু-৫ জন)
*খানসামা ১১৩ জন (সুস্থ ১০৯ জন),(মৃত্যু-৪ জন)।
এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ৪৮ জন, হাসপাতালে ভর্তি ৬ জন,।

২৪ঘন্টায় নমুনা সংগ্রহ=১১১, মােট নমুনা সংগ্রহ=৩৫৮৩৬, ২৪ঘন্টায় নমুনা পরীক্ষা=১৪৪, মােট নমুনা পরীক্ষা=৩৩২৯৪, ২৪ঘন্টায় কোয়ারেন্টাইন=৬৬, মােট কোয়ারেন্টাইন=২৯৯৬২, ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র =২৩, মােট কোয়ারেন্টাইন হতে ছাড়পত্র=২৯৮৭৬।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2021
WEB DEVELOPMENT BY KB-SOFTWARES