মোংলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতো হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ শান্তি পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা এর আয়োজনে মোংলা শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে এ আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, পৌর মেয়র শেখ আব্দুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা প্রশান্ত কুমার রায়, মোল্লা আল মামুন, শেখ আব্দুল জব্বার প্রমূখ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ।আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়’ এবং ’সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধান’ কে পররাস্ট্র মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতো হয়।