রাজশাহীর তানোরে বাঙালী জাতির জনক এবং মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। জানা গেছে ১৭ মার্চ বুধবার তানোর পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ও তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সভাপত্তিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও এ্যাডঃ আব্দুল আহাদ প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।