জবি প্রতিনিধি>জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সকল বিভাগের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে । সদ্য ভর্তি হওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ২২ ফেব্রুয়ারি হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সশরীরে ক্লাস শুরু হবে চলমান সকল বিভাগের পরীক্ষা যথারীতি চালু থাকবে। এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।
সচিবালয়ে বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিক ও কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত জানানোর পর এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়টি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT