139 বার পঠিত
১১০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টি নন্দন সুপ্রিমকোর্ট মাজার ও মসজিদ নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এ প্রকল্প অনুমোদন হয়।
এটি আইনমন্ত্রণালয়ের একটি প্রকল্প বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ড. মো. রেজাউল করিম।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অবস্থিত মাজার মসজিদ নির্মাণ শীর্ষক একটি প্রকল্প।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১০ কোটি ৫৮ লাখ টাকা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৫ সাল নির্মাণ সময় ধরা হয়েছে। মসজিদটি দুটি বেজমেন্টসহ চারতলা বিশিষ্ট হবে। গাড়ি পার্কিং, নামাজের জায়গা, বিশ্রাম রুম, অজুখানা, টয়লেটসহ মাজার ও মসজিদের দায়িত্বে নিয়োজিতদের জন্য থাকবে পৃথক থাকার ব্যবস্থা। দৃষ্টি নন্দন এবং স্থাপত্যশৈল একটি স্থাপনা হবে বলে উল্লেখ করা হয়েছে।