হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় সমবায় সমিতি রয়েছে ১ হাজার ২০৪টি ও এগুলোতে সদস্য সংখ্যা ৯৩ হাজার ৮৫৪ জন। সমিতিগুলোর মধ্যে ৮৭৪টি অডিটযোগ্য। এছাড়া জেলায় মৎস্যজীবী সমবায় সমিতির সংখ্যা ৩৮১টি।
৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে গতকাল হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানিয়েছে জেলা সমবায় সমিতি। সমবায় বিভাগের পক্ষ থেকে জানানো হয় চলতি বছরে সমিতিগুলোর আদায় করা শেয়ার মূলধন ২ কোটি ২৩ লাখ আদায় করা সঞ্চয় আমানত ৮ কোটি ৩৪ লাখ, সমিতির নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণ ১৪ কোটি ৯০ লাখ, ঋণ আদায় হয়েছে ১৪ কোটি ৫ লাখ, সমিতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১ হাজার ৭৯০ জনের।
২০২০-২০২১ অর্থ বছরে জেলা সমবায় কার্যালয়ের মাধ্যমে সরকারি রাজস্ব নিরীক্ষা ফি আদায় হয়েছে ২ লাখ টাকা, একই অর্থ বছরে সমবায় উন্নয়ন তহবিল আদায় হয় ৮৯ লাখ টাকা।
এ অর্থ বছরে জেলায় ভ্রাম্যমাণ ও আইজিও প্রশিক্ষণপ্রাপ্ত সমবায়ীর সংখ্যা ৮৫০ জন। এ জেলায় মোট কেন্দ্রীয় সমিতি ১৯টি।
এগুলোর মধ্যে ৩টি বিভাগীয় ও বাকী ১৬টি বিআরডিবি। মোট পানি ব্যবস্থাপনা সমিতি রয়েছে ৩২টি। জেলা সমবায় বিভাগ হবিগঞ্জের ১৪টি আশ্রয়ন প্রকল্পের ১৯টি প্রকল্পভুক্ত সমবায় সমিতির ৬৮৯ জন সদস্যের মাঝে ১ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৫০০ টাকা ঋণ বিতরণ করেছে।
আদায় করা ঋণের পরিমাণ ৮৮ লাখ ৩৫ হাজার। হবিগঞ্জের ৯টি উপজেলার মধ্যে সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন যাত্রার উন্নয়ন কম্পোনেন্টের আওতাভুক্ত হচ্ছে একমাত্র বাহুবল উপজেলা।
এ প্রকল্পের আওতায় সমবায় সমিতির সংখ্যা ১০টি, সদস্য ৪০০ জন, আদায় করা সঞ্চয় আমানত ৭ লাখ ৭৮ হাজার, ঋণপ্রাপ্ত উপকারভোগী ১৮০ জন। এ সদস্যদের মধ্যে ঋণ বিতরণ হয়েছে ২২ লাখ ৮৬ হাজার ও আদায় হয়েছে ১৮ লাখ ৬১ হাজার টাকা।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT