1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
হঠাৎ কপাল খুলেছে জেলের এক ইলিশের দাম আনুমানিক ৭ হাজার টাকা। - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ শাহবাগে সভা-সমাবেশ করা যাবে না,করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করার আবেদন গ্রহণ ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আল্লাহ শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন-জিলানী  রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বেরোবিতে বিক্ষোভ বেরোবিতে পুলিশ ক্যাম্পের কার্যক্রম পুনরায় শুরু খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই: রাষ্ট্রপতি

হঠাৎ কপাল খুলেছে জেলের এক ইলিশের দাম আনুমানিক ৭ হাজার টাকা।

জাহিদুল ইসলাম জাহিদ
  • প্রকাশ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 52 বার পঠিত

পটুয়াখালী কুয়াকাটার জেলে আলমাছ মাঝি নামে এক জেলের জালে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে।  

মঙ্গলবার (৮অক্টোবর ) বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় চর বিজয়ের পূবপাশে জাল ফালায় এর পরেই কপাল খুলে যায় জেলের।

এদিন সকালে কুয়াকাটা মেয়র বাজার মাছ আড়ৎদে মনি ফিশ  মৎস্য আড়ৎে মাছটি বিক্রি করতে নিয়ে আসেন তিনি। মাছটি সর্বোচ্চ দাম হাঁকিয়ে ফিশ বেলী নামের এক অনলাইল ব্যবসায়ী  কিনে নেন।

এ সময় ইলিশটি দেখতে ঘাটে অনেকেই ভিড় করেন।  

জেলে আলমাছ মাঝি জানান, ইলিশ শিকারের জন্য প্রতিদিনের বঙ্গোপসাগরে সোমবার রাতে জাল ফেলাতে শুরু করেন তবে রাতে তেমন মাছ না পেয়ে হতাশ হয়ে পরে জেলে।পরের দিন মঙ্গলবার সকালে সারা দিন মাছ শিকারের জন্য কয়েকবার সাগরে জাল ফেলেছেন, কিন্তু আশানুরূপ মাছ ধরা পড়েনি। সর্বশেষ তার জালে বড় আকারের একটি ইলিশ ধরা পড়ে চার বিজয় এসে । মাছটি নিয়ে তিনি কুয়াকাটা পৌর মেয়র বাজারে চলে আসেন এবং ৬ হাজার ৩৮০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্য আড়তের ম্যানেজার মো. মিজান জানান, তার মালিকের দাদন দেওয়া জেলে আলমাছ মাঝির জালে ইলিশটি ধরা পড়েছে। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই দাম একটু বেশি হয়েছে। তবে এর চাইতেও বেশি দাম হইতো হতো যদি মাছের পেটে ডিম না থাতো তাহলে দাম আনুমানিক ১০ হাজার টাকার মত বিক্রি করতো পারতো ছেলে। 

ফিশ বেলী মালিক রাসেল বলেন, মাছটি আমরা কিনে নিয়েছি। আমাদের অনেক অনলাইন কেত্রা আছে তারা সাগরের এই মাছ সব থেকে বেশি পছন্দ করে। ইতি মধ্য অনেকে মাছটি কেনার জন্য যোগাযোগ করেছে। 

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park