সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রসীদ বহুল আলোচিত ঐতিহাসিক বজরা শাহি মসজিদে সচেতনতা মুলক বক্তব্য প্রদান করেন। নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার বজায় ঐতিহাসিক বজরা শাহি মসজিদে (শুক্রবার) ৯ সেপ্টেম্বর জুমার নামাজ পূর্বে জনসাধারণের সচেতন হওয়ার লক্ষ্যে বক্তব্য রাখেন।
সোনইমুড়ী থানার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশিদ ঐতিহাসিক বজরা শাহী জামে মসজিদে কিশোর গ্যাং, জঙ্গীবাদ, মাদকদ্রব্য, ইভটিজিং এবং বাল্যবিবাহ রোধকল্পে বিভিন্ন জন সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।বিগত এক বছর ধরে হারুন অর রসীদ সোনাইমুড়ীতে থানার দায়িত্ব আসার পর থেকে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সেবা কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান গুলো বিভিন্ন সেবা ও সচেতন করে আসছেন। ইতিমধ্যে এমন কর্মকান্ডে সর্ব সাধারণ মানুষের মাঝে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত ও প্রশংসার জন্য আলোচিত হচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT