সুন্দরগঞ্জ প্রতিনিধি>গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের অন্যতম প্রধান দৈনিক হিসাবে দৈনিক করতোয়ার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, জরমনদী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, প্রেসক্লাব সহ-সভাপতি ইমদাদুল হক, সহ-সম্পাদক শহিদার রহমান জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক জুয়েল রানা, তথ্য ও গবেষনা সম্পাদক হযরত বেল্লাল প্রমূখ।
শেষে বাহিরগোলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় শিক্ষক, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT