26 বার পঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের আলোচনা সভা শেষে বেরোবি ছাত্রদল ও জেলা সমন্বয়কদের হাতাহাতি হয়। শিক্ষার্থীদের তোপের মুখে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়িতে পালান জেলা সমন্বয়করা।
শনিবার (২৬ অক্টোবর, ২০২৪) বেরোবির স্বাধীনতা স্বারক মাঠে ‘রাষ্ট্র পুর্নগঠনে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। আলোচনা সভা শেষে জাতীয় পার্টির ব্যক্তব্যের জেরে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একপর্যায়ে কারমাইকেল কলেজের সমন্বয়ক ইমরানের সাথে বেরোবি ছাত্রদলের হাতাহাতি হয়। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে চড়ে ক্যাম্পাস থেকে পালান জেলা সমন্বয়কদের দল।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী জানান, ” জেলা সমন্বয়করা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমাদের ক্যাম্পাসে এসে আমাদের সাথে খারাপ আচরণ করার সাহস তারা কোথা থেকে পায়?”
আরেক শিক্ষার্থী জানান, ” তারা আলোচনা সভায় ম্যাজিস্ট্রেটের গাড়ি করে আসে। তাদের ম্যাজিস্ট্রেটের গাড়ি ব্যবহারের এখতিয়ার কে দিলো? তারা কোন প্রটোকলে এই গাড়ি ব্যবহার করলো? সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করায় তাদের অবশ্যই জনসম্মুখে ক্ষমা চেতে হবে।
জাতীয় পার্টি রংপুরে সারজিস ও হাসনাত কে অবাঞ্চিত ঘোষণা করায় বিক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দেয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে। তারপর এ ঘটনাকে নেতিবাচক হিসেবেই বিবেচনা করছে নেটিজেনরা।