47 বার পঠিত
ফরিদপুরের সদরপুরে যানজট নিরসনের লক্ষ্যে রবিবার (০৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
এ সময় সদরপুর বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট, রাস্তায় অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং দখলমুক্ত করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশনায় পুলিশ সদস্যরা ও আনসার বাহিনী দখলমুক্ত করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সদরপুর বাজার সংলগ্ন মেইন রোডে অবৈধ ভ্রাম্যমাণ দোকান নির্মান, রাস্তায় অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং করা ব্যাটারিচালিত অটোরিক্সাকে মোট পনের হাজার ছয়শত টাকা জরিমানা করেন। দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন ২০১৮, স্থানীয় সরকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার আল মামুন জানান, জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান জোরদার করা হবে।