ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জনকে ০৭ দিন করে জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে ১০ হাজার মিটার জাল এবং ১০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। আটককৃত ৪ জন হল উপজেলার চরমানাইর গ্রামের হারুন দড়িয়ালের পুত্র লিয়াকত আলী, মোল্যাকান্দি গ্রামের সৈয়দ আলী মাতুব্বরের পুত্র ওয়াহিদ মাতুব্বর, মোকসেদ হাওলাদারের পুত্র চান মিয়া হাওলাদার, জাফর খাঁর পুত্র মোঃ আনোয়ার।
পরে, আটককৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় শ্যামপুর রহমানিয়া ইসলামিয়া মাদরাসায় দান করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদীর সংযোগস্থলে এ ঘটনা ঘটে। সদরপুর মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারী, পুলিশ ফোর্স ও গণমাধ্যমকর্মীরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অংশগ্রহণ করেন।
সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির বলেন , আজ সদরপুর এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এতে ৪ জনকে আটক করে প্রত্যেককে ৭ দিন করে জেল দেয়া হয়, ১০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ শ্যামপুর মাদরাসায় দান করে দেয়া হয়। আগামী ৩ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ রক্ষায় সরকারি আদেশ মোতাবেক অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT