46 বার পঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার শৌলডুবী উচ্চ বিদ্যালয়ের তৃতীয়
তলায় ৩ নভেম্বর( রবিবার) সকাল সারে ৯ টায় কমিউনিটি সাপোর্ট গ্রুপের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর আয়োজনে প্রশিক্ষণে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে
কার্যকরী ও শক্তিশালী করণ এবং কমিউনিটি গ্রুপ ও কমিউনিটি সাপোর্ট গ্রুপ এর সদস্যদের ক্ষমতা ও দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের ওপরে প্রশিক্ষণ প্রদান করা হয়। ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক শেফালী বেগম।
প্রশিক্ষণে গর্ভবতী মা ও শিশুর পরিচর্যা
শিশুর জন্যে মায়ের প্রথম শাল দুধের কার্যকরীতা, শাল দুধের উপকারিতা, এবং মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বাচ্চা ভুমিষ্ট হওয়ার পর ৬ মাস পর্যন্ত কেবল মায়ের বুকের দুধ খাওয়ানো ৬ মাসের পর থেকে ৮ মাস পর্যন্ত শিশুকে বাড়তি খাবার ঘন, নরম, ও চটকানো, এক পোয়া বাটির অর্ধেক খাওয়ানো এবং ২ বছর পর্যন্ত শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রভিডার (CHCP) মোঃ বোরহান উদ্দিন, কমিউনিটি নিউট্রিশন
এন্ড হেলথ এক্টিভিটি (CNHP) এর ইউনিয়ন ফ্যাসিলিটিটের ওবাইদুর
হাসান শৌলডুবী কমিউনিটি ক্লিনিকের
সাপোর্ট গ্রুপের সভাপতি সাংবাদিক শিমুল তালুকদার সহ গ্রুপের ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।