সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি>কোন ব্যক্তি, দল বা গোষ্ঠীর হয়ে নয়, সকলের হয়ে কাজ করতে চায় পুলিশ। দীর্ঘদিন কর্মবিরতির পর সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ কাজে যোগ দেয়ার সময় অঙ্গীকার করেন আমরা সকলের হয়ে কাজ করব। প্রতিহিংসা পরায়ণ বা কাউরো ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সাজানো গোছানো ঘটনায় কাউরে বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট দিয়ে তাকে দোষী বানানোর থেকে সজাগ থাকার চেষ্টা করব। মিথ্যা কোন দিন ভাল কিছু বয়ে আনে না। সাদাকে সাদা এবং কালাকে কালার বলার শতভাগ চেষ্টা করতে হবে। থানা চত্বরে ওসি মো. মাহবুব আলম ও পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জীর দিক নির্দেশনায় সকল পুলিশ সদস্য এক হয়ে কাজে যোগ দেন। পর উপজেলার বাহির গোলা জামে মসজিদ মোড়সহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা এবং রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তারা।
পুলিশ কাজে ফেরায় সকলের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ পুলিশ বাহিনী। সংবিধান এবং রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনে তাদেরকে কাজ করা উচিত বলে মনে করেন উপজেলার জোষ্ঠ সাংবাদিক শাহ মো রেদওয়ানুর রহমান। তিনিনি বলেন, নৈতিকতার দৃষ্টি কোন থেকে একজন মানুষকে অত্যন্ত নিরপেক্ষ থাকা উচিত। আপনি কাউরো উপকার করতে পারলেন না তাতে কিছু যায় আসে না। কিন্তু আপনি যখন একজন মানুষের ক্ষতির কারণ হয়ে দাড়াবেন তখন কিন্তু ওই পরিবারটি ধংস হয়ে যাবে।
দেশের এই সংকট মহুত্বে পুলিশ প্রশাসনের কর্মবিরতি প্রতিটি ব্যবসায়ী মহলকে দুশ্চিতায় ফেলেছিল। তারা কাজে ফেরায় সকলে অনেকটা চিন্তামুক্ত বলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম। তার ভাষ্য সমাজকে ভাল রাখার জন্য আমাদের সকলের আন্তরিকতা একান্ত প্রয়োজন।
অন্যায়কারীর মত আচারণ করে যদি প্রতিশোধ নিতে শুরু করি তাহলে তো তাদের মতই হয়ে গেলাম। সে কারণে ভাল আচারণের মধ্যে দিয়ে প্রতিশোধের জবাব বুঝে দিতে হবে বলেন প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান। তার ভাষ্য আমার বসাই প্রতিবেশি, পালাবদল থাকবে সেটি ভেবে কাজ করতে হবে।
থানার ওসি মাহবুব আলম বলেন, অতিতকে ভুলে গিয়ে সকলের হয়ে কাজ করতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT