137 বার পঠিত
ত্রিশাল প্রতিনিধি>ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামকস্থানে বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে ও কলিমউদ্দিন বাউপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সাত্তার (৪০) ও কলিম উদ্দিন (৮৫) নিহত হয়।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে। ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে পাঠানো হয়েছে। উদ্ধার শেষে নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।