1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশের নাগরিক সবাই ভাই ভাই: রফিকুল ইসলাম জামাল - দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোয়াজ্জেমের  মর্মান্তিক মৃত্যু  ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও পতাকায় আগুন  ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক মেশিন দিয়ে মাছ ধরার সময় ৬ জেলে আটক গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন। নির্বাচনের আগে দেশে টেকসই ও কার্যকর সংস্কার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা ইসলামী বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেশের ব্যাংক খাতের মন্দ ঋণ দিয়েই ২৪টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব ছিল পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় যুবকের বিষ পানে আত্মহত্যা ইবি পার্শ্ববর্তী বাজারে শীতকালীন সবজির অগ্নিমূল্যে বিপাকে শিক্ষার্থীরা

সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশের নাগরিক সবাই ভাই ভাই: রফিকুল ইসলাম জামাল

মোঃ খলিলুর রহমান মনির
  • প্রকাশ রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

 59 বার পঠিত

আমরা স্বাধীন দেশে বাস করি, রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের সবার উপভোগ করার সময়। তাতে কাউকে ব্যাঘাত ঘটিয়ে নয়। এদেশের নাগরিক সবাই ভাই ভাই, সংখ্যা লঘু বলতে কোন শব্দ বা পৃথক আচরণ নাই। সবাইকে কাধে কাধ মিলিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। দেশ সংস্কার ও পুনর্গঠনে সবার ঐক্যবদ্ধ চেষ্টা চালাতে হবে।

 কোন অপশক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল রাজাপুরের শক্তাগড় ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

কেওতা ফাজিল মাদ্রাসা মাঠে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট তালুকদার আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নাসিম আকন, সহসভাপতি আব্দুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর হোসেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বরকত হোসেন মৃধা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ব্যক্তিগত বিরোধের জের দলীয়ভাবে কেউ নিবেন না। দলীয় বিরোধও ব্যক্তিগত না নেয়ার আহ্বান জানান। বিএনপির অনেক নেতাকর্মী বাড়িতে ঘুমাতে পারে নাই, দোকান খুলতে পারে নাই। কাজ করতে পারে নাই। সর্বত্রই আমাদের ডিস্টার্ব করেছে ক্ষমতাসীন সরকারি দল। আমরা তার প্রতিশোধ নিবো কিন্তু তা ব্যক্তিগত না, দলীয়ভাবেই নিবো। এজন্য সবাই ধৈর্যধারণ করে দলীয় কর্মসূচী সফল করতে তৎপর থাকতে হবে। 

তিনি আরো বলেন, যে কয়জায়গায় হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে, মন্দিরে আক্রমণ হয়েছে, তা আমাদের কেউ করেনি। ঘটনার পরে তদন্তকালে সিসিটিভি ফুটেজ যাচাই করলেই ছাত্র ও যুবলীগের নেতাকর্মীদের দেখা যায়। কারণ তারা পটপরিবর্তনের সুযোগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ছাত্রদের রক্তের বিনিময়ে সৈরাচারের পতন ঘটানো শান্তিপ্রিয় দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা সব বিষয়ে সজাগ আছি, কোনভাবেই সাম্প্রদায়িক দাঙ্গার অপকৌশল বাস্তবায়ন হতে দেয়া হবে না।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park