কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম জেলার উলিপুরে শ্বশুরের দেয়া টাকা আনতে গিয়ে ট্রাক্টরের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ গেলো দুই বন্ধুর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নে খামার ঢেকিয়া রাম এলাকার আবু বক্করের ছেলে সৌরভ (১৯), বকিয়ত উল্লাহর ছেলে প্লাবন আহমেদ (১৯)কে নিয়ে সকাল ১১টার দিকে মোটরসাইকেল যোগে চিলমারী উপজেলার রমনা ঘাটে শ্বশুরের দেয়া ৪০ হাজার টাকা আনতে যায়। টাকা নিয়ে তারা বাড়িতে ফেরার পথে বেলা ১টা ৫ মিনিটের দিকে উলিপুরে নিরাশার পাথার এলাকায় একটি দ্রুতগতির ট্রাক্টরকে অভারটেক করার সময় চাকার আঘাতে মোটর সাইকেলসহ তারা ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলে সৌরভ মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে প্লাবনও মারা গেছে। ট্রাকসহ ট্রাকচালক পলাতক রয়েছে।
এদিকে এ দূর্ঘটনায় তাদের বন্ধুরা থানায় এসে জড়ো হচ্ছে। তারা অবৈধভাবে সড়কে চলাচলকারী এসব ট্রাক্টর চলাচল বন্ধের দাবীসহ ঘাটক ট্রাক্টর ও ট্রাক চালককে আটকের দাবী করছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT