1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি তারেক রহমানের আহ্বান - দৈনিক দেশেরকথা
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম পটুয়াখালীতে বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজের বাম্পার ফলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি,হাছান ও নওফেলসহ মোট আসামি ৫২ জন হাইকোর্টে আবরার ফাহাদ হত্যার রায় কাল শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি তারেক রহমানের আহ্বান ২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আবাস কক্সবাজার কেবল পর্যটন শহরই নয়, বরং অর্থনীতিরও কেন্দ্র :প্রধান উপদেষ্টা হঠাৎ বেড়েছে বাজারে বেগুনের দাম রায়পুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকবে জাতিসংঘ: অ্যান্তোনিও গুতেরেস দীর্ঘ এক যুগ পর ৭ এপ্রিল আংশিক ভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারের প্রতি তারেক রহমানের আহ্বান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৫ মার্চ, ২০২৫

 10 বার পঠিত

দেশের শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্র্বতী সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীর শোক, লজ্জা ও দুঃখে আচ্ছন্ন করেছে। বাংলাদেশের শিশু ও নারীরা কখনোই সহিংসতা, নির্যাতন ও হয়রানির শিকার হবে না। একটি মুক্ত ও ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়তে হলে আমাদের জাতি হিসেবে আত্মসমালোচনা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন এ ধরনের অবিচার আর কখনোই না ঘটে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি এই ধরনের ভয়াবহ অপরাধের শিকারদের ন্যায়বিচার পাওয়ার সংগ্রামে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি ইতোমধ্যে দুটি বিশেষ সেল গঠন করেছে একটি চিকিৎসা সহায়তার জন্য এবং অন্যটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে বহু নারী চিকিৎসক ও আইনজীবী রয়েছেন, যারা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে, পেশাদার ও প্রয়োজনে গোপনীয় সহায়তা প্রদান করবেন।

তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি করতে হবে, যাতে দেশের প্রতিটি মা, বোন ও কন্যা নিরাপদে থাকতে পারেন। বাংলাদেশে নারী ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবারও নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে লিঙ্গ, ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, সমান ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলা যায়।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park