169 বার পঠিত
কিশোরগঞ্জের নিকলীতে আজ সোমবার বেলা দুইটায় উপজেলা পরিষদ চত্বরে উদ্যােমী নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও বৃক্ষ চারা বিতরণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
এসব বাইসাইকেল ও বৃক্ষ চারা বিভাগীয় কমিশনার এর টিআর ফান্ড হতে বিতরণ করা হয়েছে।ঢাকা বিভাগীয় কমিশনার পরে উপজেলা নব নির্মিত সেমিনার হলে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
এ সভায় সরকারি কর্মকর্তা, কর্মচারীদের আবাসন সমস্যা, কৃষি মৌসুমে সার,বীজ, কৃষি যন্ত্রপাতি সংরক্ষণ ও যথা সময়ে বিতরণ করা, সরকারি প্রনোদনা বীজ ও সার সংরক্ষণের জন্য সীড স্টোর নির্মান প্রয়োজনীয়তা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কে ৩১ সয্যা থেকে ৫০ সয্যায় উন্নতকরণ এর উপর গুরুতারোপ করে আলোচনা করেন উপস্থিত আলোচকরা।
আলোচনা সভা শেষে নিকলী উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বসবাসরত উপকারভোগীদের সুযোগ সুবিধা দেখতে আশ্রয়ন প্রকল্পগুলি পরিদর্শন করেছেন।
এ সময় বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সাথে ছিলেন,কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ,এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, নিকলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শেখ উবাইদুল হক সম্রাট সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।