1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
লক্ষ্মীপুরে বিএনপির নেতাদের জামিন নামঞ্জু,৯নেতা কারাগারে,এ্যানিসহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম শাহজাহান ওমরকে কারাগারে প্রেরণ, আদালত প্রাঙ্গনে জুতা-ডিম নিক্ষেপ সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর গ্রেফতার বেরোবিতে ”ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” শীর্ষক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত  বিএনপির সভাপতির আমন্ত্রণে আমুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় অতিথি! নতুন আইজিপি বাহারুল,ডিএমপি কমিশনার সাজ্জাত রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত  গলাচিপায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ,নিয়োগের ১বছর ১০ মাস পর যোগদান,এলাকায় উত্তেজনা জুলাই গণহত্যার সুপ্রিম কর্মকর্তা ছিলেন সাবেক পুলিশপ্রধান অটো রিক্সার বেপরোয়া গতি কেড়ে নিলো জাবি শিক্ষার্থীর প্রাণ প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন প্রধান উপদেষ্টা

লক্ষ্মীপুরে বিএনপির নেতাদের জামিন নামঞ্জু,৯নেতা কারাগারে,এ্যানিসহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

মাহমুদুন্নবী সুমন
  • প্রকাশ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

 172 বার পঠিত

লক্ষ্মীপুরে পুলিশের দুইটি মামলায় বিএনপির অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এসময় আদালত প্রাঙ্গণে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোতায়ন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য।

রোববার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য়) সৈয়দা আমিনা পারহিন তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন।

বিএনপির নেতাদের জামিন নামঞ্জুর করার পর লক্ষ্মীপুর কোর্ট চত্বরে বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। কোর্ট চত্বরসহ লক্ষ্মীপুর জেলা শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা হলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাব উদ্দিন সাবু।

এ মামলায় যাদের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানো হয়েছে তারা হলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান রাজন, জেলা ছাত্রদলের সহ-সভাপতিজুয়েল মাহমুদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকত সৌরভ, সদর পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ ভূঁইয়া।

আসামিপক্ষের আইনজীবী আহমেদ ফেরদৌস মানিক জানান, বিরোধী দলকে দমন করতে আজকের এ রায়। আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাব। ইতোপূর্বে মহামান্য হাইকোর্ট আসামিদের আগাম জামিন দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষ ও সজিব হত্যার ঘটনায় সদর মডেল থানায় পরদিন ১৯ জুলাই রাতে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে নিহত সজিবের মেজো ভাই সুজন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। পাশাপাশি মজুপুর এলাকায় কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজুর বাসভবন ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এছাড়া দায়িত্ব পালন কাজে বাধাসহ পুলিশকে আহত করার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বাদী হয়ে বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ২৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

সেই সঙ্গে বিস্ফোরক ও নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলাতেও বিএনপি নেতা এ্যানি চৌধুরীকে প্রধান করে ৩০ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৪ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park