সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সম্পুর্ণ বিলুপ্ত করার দাবীতে বাংলাদেশ ছাত্র জনতা শান্তি পূর্ণ আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় কর্মসুচি অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু হয়। তখনকার ফ্যাসিবাদী সরকারসহ তার প্রশাসনের বিভিন্ন বাঁধা উপেক্ষা করে ছাত্র জনতাকে সংগঠিত করে আন্দোলন কার্যক্রম চালিয়ে যান তাইমুর হায়দার সজিব।
আন্দোলনের প্রথম দিনেই উপজেলার মেডিকেল মোড় এলাকায় ছাত্রলীগের আক্রমনে সজিব গুরুতর রক্তাক্ত জখম হন। তাৎক্ষনিক আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাইমুর হায়দার সজিব উপজেলার আলহাজ¦ লালমোন হামিদ মহিলা কলেজের প্রভাষক পদে কর্মরত থাকলেও ছাত্র-জনতাকে একত্রিত করে চূরান্ত বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান। তাইমুর হায়দার সজিব প্রথম শিক্ষক যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার কাধে কাধ মিলিয়ে লড়াই করে রক্তাক্ত হন। বিজয় অর্জনের পরেও থেমে থাকেনি সজীব।
সজীব ছাত্র জনতাকে সঙ্ঘবদ্ধ করে দেশ সংস্কার এর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি গত ১৮ আগষ্ট সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্রদের নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং, মন্দির পাহারা সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT