152 বার পঠিত
ঝালকাঠির রাজাপুরে রোববার ভোট গ্রহন চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অপরাধে ৯ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রাজাপুরের পূর্ব ইন্দ্রপাশা সরকারী প্রাথমকি বিদ্যালয় ভোট কেন্দ্রে জালভোট দেয়ায় সুখী বেগম নামের এক নারী’কে আটকের পরে তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন ৫৫ নং আদাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার অপরাধে একই এলাকার পিয়ারা বেগম, নাসিমা, শাহিনুর বেগম, আলম তাজ, গালুয়ার খায়ের হাট থেকে লিনা আক্তার মায়া নামের পাঁচ নারী’কে জাল ভোট দেয়ার অপরাধে আটক করে তাদের প্রত্যেক’কে ১৫ দিন করে কারাদন্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত।
অপরদিকে মঠবাড়ী ইউনিয়নের মানকি থেকে স¤্রাট হাওলাদার, বড়ইয়া ইউনিয়নের পশ্চিম বড়ইয়া থেকে আল আমিন, সাতুরিয়া থেকে মাসুদুর রহমান’কে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু.আতাউর রহমান জানান, আটককৃতরা রাজাপুর থানা পুলিশের হেফাজাতে রয়েছে।
এই আসনে দ্ইুটি উপজেলা মোট ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ৯০ টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে রাজাপুরে ৫০টি এবং কাঠালিয়ায় ৪০টি কেন্দ্র। ভোটার সংখ্যা ২ লক্ষ ১২ হাজার ৮ জন। এর মধ্যে রাজাপুরের ভোটার ১ লক্ষ ১৭ হাজার ৯১৪ জন । কাঠালিয়ায় ভোটার সংখ্যা ৯৪ হাজার ৯৪ জন।
ঝালকাঠি -১ আসনে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে আছে নৌকার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম।