215 বার পঠিত
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার ৪ নং গালুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের বই প্রতীকের মেম্বার পদপ্রার্থী মোসা ঃ মরিয়ম বেগম ও তার সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্ধী প্রার্থী কলম প্রতীকের মোসা ঃ হাফসা বেগমের শশুর মোঃ ফিরোজ আলম ও ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো ঃ মোস্তফা হাওলাদারসহ তাদের কিছু সমর্থকদের বিরুদ্ধে।
এ বিষয়ে মোসাঃ মরিয়ম বেগম রাজাপুর উপজেলার গালুয়া (১,২,৩ নং ওয়ার্ড) উপ-নির্বাচন রিটার্ণিং ও উপজেলা নির্বাচন অফিসার বরাবরে ২৮ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে যানাজায়, উপ-নির্বাচনে তিনজন প্রার্থী অংশ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর সকালে মরিয়ম তার সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা ২ নং জীবনদাসকাঠী’তে প্রচার প্রচারণা চালাতে গেলে তাতে বাধা সৃষ্টি করে খুন জখমের হুমকি সহ অকথ্য ভাষায় গালমন্দ করে প্রতিদ্বন্ধী প্রার্থী কলম প্রতীকের মোসা ঃ হাফসা বেগমের শশুর মোঃ ফিরোজ আলম ও ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো ঃ মোস্তফা হাওলাদারসহ আরো ৪-৫ জন।
অভিযুক্ত ফিরোজ আলম ও গালুয়া ইউনিয়েন ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মোস্তাফা হাওলাদার অভিযোগ অস্বিকার করে বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানিনা। অভিযোগ পত্রে ঘটনার যে সময় উল্লেখ করা হয়েছে তখন আমরা ওই এলাকায় ছিলাম -ই-না। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ বিষয়ে উপ-নির্বাচন রিটার্নিং ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুব জানান, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, গত দুই মাস আগে গালুয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোসাঃ হাফিজা আক্তার মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পরে ওই পদটি শূন্য হয়ে যায়। আগামী ২ নভেম্বর শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।