রাজাপুর প্রতিনিধি> ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে উপজেলার সবচেয়ে বড় বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহীদদের স্বরনে গনকবরে এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা খাইরুল আলম সরফরাজ।
শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদারের সভাপতিত্বে বক্তৃতা রাখেন ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, শহীদ পবিারের স্বামীহারা মালতি রানি মিস্ত্রি, পিতৃহারা শান্তি রঞ্জন বড়াল প্রমুখ। এসময় বক্তারা বধ্যভূমিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট কয়েটি সমস্যা উত্থাপন করলে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী তা সমাধানের আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT