31 বার পঠিত
বাংলাদেশ গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সাধারণ মানুষের হাতে যে কত ক্ষমতা তা ইতিমধ্যেই লক্ষ্য করা গিয়েছে, স্বৈরাচার সরকার খুনি শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছেন।
রাজনীতি কোন জমিদারী বন্দবস্ত নয়। উত্তরাধিকার সূত্রে কোন সামাজ্য নয়,আসল ক্ষমতা সাধারণ ভোটারদের হাতে,তাই ভোটের অধিকার ফিরিয়ে দিতে, রাতের ভোট দিনে আনতে গণধিকার পরিষদ সাধারণ জনগণের পাশে থেকে কাজ করছে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের খেলার মাঠ গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গন অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গন অধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে।
গন অধিকার সভাপতি আরও বলেন, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধান দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিলো। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন- আদালত দলীয় করন করে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ সুবিধা পায়নাই। পায়রা পোর্টকে কিভাবে বানিজ্যিক ভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে।
পটুয়াখালী গনঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম, গনঅধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।