111 বার পঠিত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে এবং দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (১ জুন) ২০২৩ ইং তারিখ সকাল থেকে রাঙ্গুনিয়া সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি শিক্ষক নির্মল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। মূখ্য আলোচক ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. সুজা উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙ্গুনিয়ার সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা প্রমুখ।
দুইদিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় রাঙ্গুনিয়ার ৮টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফাইনালে “কঠোর আইন নয়, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নির্মূলের প্রধান হাতিয়ার” এই বিষয়ের পক্ষে সাবেক রাঙ্গুনিয়া ইন্দ্রকুমারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। যেখানে পক্ষ দলের শিক্ষার্থীরা বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের শিক্ষার্থী প্রাচী বিশ্বাস।
শেষে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ এবং দু’জন শিক্ষার্থীদের মাঝে বার হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।