1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
রাউজানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ও বধ‍্যভূমি পরিদর্শনে নেদারল্যান্ড প্রতিনিধি - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

রাউজানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ও বধ‍্যভূমি পরিদর্শনে নেদারল্যান্ড প্রতিনিধি

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ রবিবার, ২৮ মে, ২০২৩

 115 বার পঠিত

রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সুলতানপুর গ্রামের জগৎমল্লপাড়া বধ‍্যভূমি ও পাক হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত হত‍্যাযজ্ঞ এবং তৎপরবর্তীতে পাকহানাদার বাহিনীর সহযোগী বাহিনী কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের মাধ‍্যমে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি সৌধ পরিদর্শন করেছেন নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল। ২৬ মে বিকেলে এই উপলক্ষে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে অতিথি ছিলেন

নেদারল্যান্ডের সাবেক সংসদ সদস্য হ‍্যারি ফান বোমেল, আমস্টারডাম ইউনিভার্সিটির জেনোসাইড বিশেষজ্ঞ ডক্টর অ‍্যান্থনী হোল স্লাগ, ফ্রেন্ড অব বাংলাদেশ অ‍্যাওয়ার্ড প্রাপ্ত যুক্তরাজ্যের সাংবাদিক ক্রিস ব্ল‍্যাক বার্ন, ইবিএফ হল‍্যান্ড সভাপতি বিকাশ চৌধুরী বড়ুয়া, আনসার আহমদ উল্লাহ।রাউজান সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আগত প্রতিনিধি দলটিকে স্বাগত জানান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।প্রতিনিধি দলটির সাথে সমন্বয়ক ছিলেন প্রকৌশলী প্রদীপ কুমার দত্ত, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শওকত বাঙ্গালী। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর কাজী শওকত হাসান, বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র পালিত,মুক্তিযোদ্ধা অজিত সিংহ,মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান সুজন চৌধুরী, ত্রিপন সরকার, শ্রীপল সরকার,সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন,যুবলীগ নেতা ইমরান আলী সাফি, সাহেদ আলী সুমন, মোহাম্মদ মিজান সহ স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ।

প্রতিনিধি দলটি বধ‍্যভূমি ও স্মৃতি সৌধ পরিদর্শন শেষে শহীদ পরিবারের স্বজনদের সাথে কথা বলে ভালমন্দ খোজখবর নেন।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park