142 বার পঠিত
শিক্ষার্থীরা আগামী দিনের কর্ণধার ও দেশের ভবিষ্যৎ। তাদের চেতনায় থাকবে মনুষ্যত্ব বোধের দীক্ষা, মন মানসিকতা হবে সুন্দর। শিক্ষা মানব সমাজের অমূল্য সম্পদ। শিক্ষাকে পাশ কাটিয়ে উন্নত মেধাসম্মত দেশ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক মানুষ হিসেবে গড়তে হবে। মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। আর তার পথ প্রদর্শক হলেন শিক্ষক। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড গড়ার প্রধান কারিগর। একজন শিক্ষকের ভূমিকা ব্যতিত কোন জাতিই শিক্ষিত জাতিতে পরিণত হতে পারে না। শিক্ষার্থীদের এই বিদায় নেওয়াটা যোগ্যতা, মেধা ও পরিশ্রম দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অমিত সম্ভাবনা মেলে ধরার বিদায়।
জামালপুর সদর উপজেলার ২নং শরিফ পুর ইউনিয়ন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এস.এস. সি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা, সহকারী শিক্ষক ও ৪র্থ শ্রেনী কর্মচারীর বিদায়ী সংবর্ধনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সভাপতির স্বাগত বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের ইমাম এবং গীতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোমা রায় শ্রাবন্তী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের তিনবারের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মোঃ মন্জুর রাফি আকন্দ । প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন
২ নং শরিফ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম।
উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ্ আলী বাচ্চু, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক আকবর আলী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য শিমুল আকন্দ, জামাল উদ্দিন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষকা মোঃ আনোয়ারা বেগম, রজব আলী,আবদুল জলিল মন্ডল ও,বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা । অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, রাসেল সরকার, সিনিয়র শিক্ষক আশরাফুননাহার,সিনিয়র শিক্ষক আব্দুল হাই, সিনিয়র শিক্ষক জাবের আলম,
রকিবুল ইসলাম,সোমা রায় শ্রাবণী,
সঞ্চালনায় করেন সিনিয়ার শিক্ষক সাইফুল্লাহ স্বপন।
বিদায়ী শিক্ষক ছাত্র /ছাত্রীদের ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানান বিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্রছাত্রীবৃন্দ ।