যুব,ঐক্য,প্রগতি এ মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় রোগীদের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার(২৮অক্টোবর)দুপুরে উপজেলা যুবদল কেন্দ্রীয় স্টেডিয়ামে ওই কর্মসূচিসহ আলোচনা সভার আয়োজন করেন।উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন,জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ,বিশেষ অতিথির বক্তব্য দেন,সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু,যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আকতার পাপ্পু।
এতে আরো বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ।অন্যান্যদের মধ্যে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগণ চরম স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নানা দুঃশাসন তুলে ধরাসহ দল সু সংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীর প্রতি আহ্বান জানান তারা।
দলীয় সূত্রে জানা যায়,আত্মমানবতার সেবার অতন্ত্র প্রহরী,তারুণ্যের অহংকার,আগামী রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এ মেডিকেল ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসক ডা.গোলাম মওলা তালুকদার ও সহকারী মেডিকেল অফিসার ডা.সাইফুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেয়।দলীয় নেতা-কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।দুস্থ-অসহায় রোগীরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT