241 বার পঠিত
শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় ১৫ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমান(৩৭) কে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে আটক করেছে র্যাব-১৪, জামালপুর।
ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন (১০) গাজীপুরের জয়দেবপুর উপজেলার ছয়দানা গ্রামের মো. মোস্তফার পুত্র।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে মিজানুর রহমান ভিকটিম আমিনুল ইসলাম সুমনের বাড়িতে ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভিকটিমের সাথে আসামী মোঃ মিজানুর রহমান সু-সম্পর্ক গড়ে ওঠে।
ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন নিজ বাসা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করত। গত ২০০৮ সালের ১১ মে’র সন্ধ্যা অনুমান ৭ টার সময় মাদ্রাসা হতে বাড়ী ফেরার পথে আসামী মোঃ মিজানুর রহমান ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন মাদ্রাসা হতে সময়মত বাড়ীতে না ফেরায় তার বাবা মাদ্রাসায় যায় এবং তাকে সেখানে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকেন। খোঁজাখুজির একপর্যায়ে আসামী মোঃ মিজানুর রহমান মোঠো ফোনে ভিকটিমের বাবাকে বলেন যে, ভিকটিম মোঃ আমিনুল ইসলাম সুমন তার কাছে সুরক্ষিত আছে এবং ছেলেকে ফেরত পেতে হলে এক লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে।
পরবর্তীতে, ভিকটিমের বাবা মো. মোস্তফা জয়দেবপুর থানায় গিয়ে এজাহার দাখিল করেন। যাহার মামলা নং- ৪৫(০৫)০৮, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন-২০০৩) এর ৮ ধারায় একটি অপহরণ মামলা রুজু করেন।এরই প্রেক্ষিতে, বিভিন্ন তথ্য- উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র্যাব-১৪ জামালপুর এবং র্যাব-৫ রাজশাহী এর যৌথাভিযানিক দল শুক্রবার (১৭ নভেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার (পালশাপাড়া) এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান কে আটক করে।
আটককৃত আসামীকে৷ আইনী প্রক্রিয়া শেষে শেরপুরের ঝিনাইগাতী থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।