198 বার পঠিত
“আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন করা হয়েছে।১৯৯৩ সালের ২২ অক্টোবর বান্দরবানে স্বামী নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন স্ত্রী জাহানারা কাঞ্চন।
এর পর থেকে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলেন।নিসচার আন্দোলনের ফল স্বরুপ ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। ঐ বছর থেকেই বাংলাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়ে আসছে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট ৪ জনাব মোঃ আমিরুল আলম মিলন, বক্তব্য রাখেন- মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্বেল হক মোজাম, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা জনাব মোঃ শাহজাহান,মোরেলগঞ্জ-শরণখোলা ও মোংলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক শামীম আহসান পলাশ, উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ওয়ার হাউস ইনস্পেক্টর প্রবীর কুমার দেবনাথ, ৩নং ওয়াড কাউন্সিলর মোঃ আজিজুর রহমান মিলন,৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নান্না শেখসহ বাস-মিনিবাসের ডাইভারবৃন্দ