জামালপুর প্রতিনিধি>
জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মেলান্দহ পৌরসভার দু' দুবারের চেয়ারম্যান,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ নেতা ফারহান জাহেদী সফেন বুধবার ২১ সেপ্টেম্বর রাতে নিজ বাসায় হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুরসময় তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মূত্যু কালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় ও গুণগাহী রেখে গেছেন।তিনি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ছিলেন।
মরহুমের বড় ভাই মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন জানান, পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন সফেন। বুধবার দিনে ঢাকা থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে একা বাড়িতে আসেন। রাত ৯ টায় সময় না খেয়ে ঘুমিয়ে পডেন।
রাত সাড়ে দশটায় তিনি সফেনকে খাবারের জন্য ডাকতে গিয়ে দেখেন ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে,চলে গেছেন না ফেরার দেশে।
পরিবার সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ২ টা মেলান্দহ উমিন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,জামালপুর প্রেসক্লাবে সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সাংবাদিকসহ সর্বস্তরে জনগণ।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT