225 বার পঠিত
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে। আজ রবিবার রাত সোয়া ৮টায় তাকে একটি মাইক্রোবাসে করে আদালতে হাজির করা হয়। এসময় আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ করতে দেখা গেছে।ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে মামলার বিষয়ে শুনানি হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়েছে মির্জা ফখরুলকে। তাকে আদালতে হাজির করায় সেখানে কড়া নিরাপত্তা দিয়ে রেখেছে পুলিশ।
এর আগে আজ সকাল সাড়ে নয়টায় মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকের প্রায় ১০ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে সাতটায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, হত্যা ও গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুপুর তিনটায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।