আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের রেস্ট্রিকশনের মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। ফেসবুক কর্তৃপক্ষ তার পেজের রিচ কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘন হলে তার পেজ বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
আজহারী জানান, প্রায় ছয় মাস আগের একটি পোস্টের কারণে তার পেজের ওপর নতুন করে রেস্ট্রিকশন দেয়া হয়েছে। এর আগেও তিনি একাধিকবার ফেসবুকের রেস্ট্রিকশনের সম্মুখীন হয়েছেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, নির্যাতিত মুসলিমদের পক্ষে কথা বলা এবং কিছু স্পর্শকাতর বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার কারণেই আমাদের পোস্টগুলো ফেসবুকের নজরে আসে এবং রেস্ট্রিকশনের শিকার হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার কঠোর নজরদারির কারণে এখন আর সহজে ফেসবুকের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। ফলে ধর্মীয় দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটি হারানোর ঝুঁকি বাড়ছে।
তিনি বলেন, এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়েছে আর কোনো নীতিমালা লঙ্ঘন হলে পেজ পুরোপুরি হারিয়ে যাবে। অনেকে চান, আমরা সবকিছু নিয়ে সরাসরি কথা বলি, কিন্তু বাস্তবতা হলো আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। আমরা ইচ্ছেমতো সব কথা বলতে বা লিখতে পারি না।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT