247 বার পঠিত
ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় রাতে অভিযান পরিচালনা করেছেন সদরপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) তানিয়া আক্তার।
শনিবার সন্ধ্যা ৬ টার দিকে পিয়াজখালি শয়তান খালি ঘাট থেকে স্পীড বোট ও ট্রলার নিয়ে অভিযান শুরু করে ২ ঘন্টাব্যপি পদ্মায় অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভূমি) তানিয়া আক্তার। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম জাহাঙ্গীর কবির ও সদরপুর থানার একদল পুলিশ। অভিযান পরিচালনার সময়ে সাথে ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সদরপুর উপজেলা শাখার সভাপতি এবং দৈনিক মানবজমিন পত্রিকায় সদরপুর উপজেলা প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক কালের কন্ঠের সদরপুর- চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোঃ শিশির খাঁন, সহ উপজেলা মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মচারী বৃন্দ।
অভিযান পরিচালনা কালে পদ্মা নদী থেকে ৫০০ মিটার ইলিশ ধরার জাল জব্দ করে পদ্মার পাড়েই পুরিয়ে ফেলা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম জাহাঙ্গীর কবির বলেন, আগামী ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, যেকোন সময় অভিযান পরিচালনা করার জন্য শয়তান খালি ঘাটে সবসময়ই স্পীড
বোট ও ডবল ইঞ্জিন চালিত ট্রলার রেডি আছে এবং আমরা রাত দিন যেকোন সময় অভিযান পরিচালনা করবো এবং আগামী ২ নভেম্বর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।