হাস্যোজ্বল স্ত্রীর চিকিৎসা না করতে পেরে দিশেহারা স্বামী এবং তাদের তিন ছেলেমেয়ে। ২ মেয়ে ১ ছেলে বড় মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে।এমন অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তির কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন স্বামী ও সন্তানরা।
ঝালকাঠি উপজেলার কান্ডারী গ্রামের বিধবা রেনু বেগম এর মেয়ে সেলিনা বেগম শারীরিক অসুস্থতা আর টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না।সেলিনা বেগমের স্বামী একজন ভ্যান চালক মনির হোসেন সেও শারীরিক অবস্থা ভালো না টাকা-পয়সার যা কিছু ছিল তা বিভিন্ন হসপিটালে খরচ হয়ে গেছে।বর্তমানে সেলিনা বেগম এর অবস্থাও খুব একটা ভালো নয় চিকিৎসক বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করাতে হবে।
এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বর্তমানে সেলিনা বেগম এর স্বামী মনির হোসেন।তার গ্রামের বাড়িতে ৩ সন্তান নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছেন।
সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো তার স্ত্রী বেচে ফিরবে।তিন শিশুর মায়ের প্রাণ বাঁচানোর জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন করেন তারা। সাহায্য পাঠানোর ঠিকানা। (বিকাশ পার্সোনাল :01611127038
নগদ পার্সোনাল নাম্বার:
01611127038)