1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanhrd74@gmail.com : desher kotha : desher kotha
মাধবপুরে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েও করছেন নিকাহ রেজিস্ট্রারের কাজ - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

মাধবপুরে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হয়েও করছেন নিকাহ রেজিস্ট্রারের কাজ

লিটন পাঠান
  • প্রকাশ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

 89 বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি>হবিগঞ্জের মাধবপুরে নিয়ম বহির্ভুতভাবে একাধিক এমপিওভুক্তস্কুল ও মাদ্রাসা শিক্ষক একইসাথে নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে, বেসরকারী শিক্ষা প্রতিষ্টান নীতিমালা ও এমপিও কাঠামো ২০১৮ এর ১১.১০(ক) ও ২০২০ সালের সংশোধিত বিধিমালার ১১.১৭ বিধিত বলা আছে বেতন ভাতাদির সরকারী অংশের জন্য আবেনকারী শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক পদে চাকুরীতে কিংবা কোনো আর্থিক লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না তদন্তে প্রমানিত হলে সংস্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে এমপিও বাতিল ও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে উপরোক্ত বিধিতে। মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৬ টি ইউনিয়নে ও পৌরসভার ১টি ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন এমন ৭ জন সম্পর্কে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। এদের মধ্যে ৫ জন এমপিওভুক্ত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকয অপরজন ২ জন এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষকতা করেন।

বুল্লা ইউনিয়নের বানেশ্বর হাইস্কুলের শিক্ষক রামপুর গ্রামের বাসিন্দা কাজী আজিজুর রহমান বুল্লা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে আসছেন। আজিজুর রহমানের ইনডেক্স নম্বর এস-২৬৬৩২৪, বর্তমান বেসিক ২৮ হাজার ১০০ টাকা এমপিও ভুক্ত শিক্ষক হিসাবে তিনি নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করতে পারেন কি না এমন প্রশ্নে আজিজুর রহমান জানান,এ বিষয়টি জেলা রেজিস্ট্রারের নলেজে আছে, এটা কোনো সমস্যা না মাধবপুর দরগাবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক ও মাধবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের নিকাহ রেজিষ্ট্রার হোসেন জানান, সেলিমের ইনডেক্স নম্বর এস-৩২৩৩৩১ এবং বেসিক ২৪ হাজার ৫০০ বহরা ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছেন তালেবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ জিয়া উদ্দিন। টজিয়া উদ্দিনের এমপিওভুক্তির ইনডেক্স নম্বর এস-২৬০৭৯৪ এবং বর্তমান বেসিক ২৮ হাজার ১০০ টাকা জিয়া উদ্দিন জানান অনেকেই করছে আমিও করছি বাঘাসুরা ইউনিয়নে নিকাহ।

রেজিস্ট্রারের কাজ করছেন ডঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফয়েজ উদ্দিন তার এমপিও ভুক্তির ইনডেক্স নম্বর এস-১০১৩৮৯৮ এবং বর্তমান বেসিক বেতন ২৩ হাজার ১০০ টাকা। তার সাথে যোগাযোগ করলে তিনি দাবি করেন এমপিওভুক্ত শিক্ষকের নিকাহ রেজিস্ট্রার হওয়ায় কোনো আইনগত বাঁধা নেই, মাধবপুর উপজেলা সদরে অবস্থিত পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুনায়েদ আহমেদ লস্কর ছাতিয়াইন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। শিক্ষক হিসাবে তার এমপিওভুক্তির ইনডেক্স নম্বর এস-১০৩৬১২২ এবং বর্তমান বেসিক ২৮ হাজার ১০০ টাকা

জগদীশপুর ইউনিয়নে নিকাহ রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করছেন ইটাখোলা সিনিয়র মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম। নুরুল ইসলামের এমপিও ইনডেক্স নম্বর এস-০৩৪১৭২ এবং বেসিক ১১ হাজার ২০০ টাকা, নুরুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজী হননি

আদাঐর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার অলিউর রহমান মাধবপুর প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

অলিউর রহমান খানের এমপিও ইনডেক্স নম্বর এস-৩০৫৪৬৯ এবং বর্তমান বেসিক ২৯ হাজার ৩৭০টাকা অলিউর রহমানের বক্তব্য পাওয়া যায়নি নিকাহ রেজিস্ট্রারদের দাবি বিবাহ নিবন্ধনের কাজ কোনো সরকারি চাকুরী নয় তাই এ নিয়ে কোনো সমস্যা নেই সারাদেশে ১ হাজার ৭০০ এমপিওভুক্ত শিক্ষক একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারের কাজে নিয়োজিত রয়েছেন বলেও তারা জানান

এ বিষয়ে হবিগঞ্জের জেলা রেজিস্ট্রার (ডিআর) মিজানুর রহমান জানান এ বিষয়টি দেখার এখতিয়ার আইন মন্ত্রনালয়ের আমাদের আসলে কিছুই করার নেই এ ক্ষেত্রে।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২২-২০২৩ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park