প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২২, ১০:০৮ অপরাহ্ণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গণিত দিবস পালিত
এনামুল হক তুহিন>মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক গণিত দিবস ২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। র্যালি শেষে গণিত বিভাগের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।
এছাড়া বেলা ১১ টায় গণিত প্রতিযোগিতা ও বেলা ১২ টায় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ মুছা মিয়া, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT