আমতলী (বরগুনা) প্রতিনিধি>বরগুনার আমতলী পৌরসভার আয়োজনে বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসন ও দেওয়ানী আদালত পুনঃ বহালের দাবীতে মনবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৭টায় আমতলী পৌরসভা মিলনায়তনে দুটি মতবিনিময় সভায় স্থানীয় জণপ্রতিনিধি,সাংবাদিক, আইনজীবী,ব্যাবসায়ী,শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জণপ্রতিনিধি,সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী, ব্যাবসায়ী, শিক্ষক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা।
বক্তরা বলেন,বরগুনা জেলার আমতলী উপজেলা প্রাচীন ও বৃহত্তম উপজেলা।এক সময় আমতলী থানার অধীনে বরগুনা ও তালতলী থানা ছিল। জনবহুল ও বৃহত্তম এলাকার দিক বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসন) থেকে ২০০১ সালে নির্বাচনে বিজয়ী হন।এছাড়াও আমতলীতে দেওয়ানী আদালত থাকলেও ১৯৯২ সালে দেওয়ানী আদালত বরগুনা জেলায় চলে যায়।