"অপরাধ নিরসনে বীট পুলিশিং আপনার পাশে" এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী থানার ডুমাইন ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে মধুখালী থানা পুলিশের আয়োজনে ডুমাইন ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) এস,এম নুরুজ্জামান।
সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পি,পি,এম), বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান।
মত বিনিময় সভার উম্মুক্ত আলোচনায় উপস্থিত স্থানীয় ব্যাক্তিরা তাদের মুল্যবান মতামত ও অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার বলেন, আমার পুলিশ বাহিনীর কেউ যদি কোন অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাহলে আমাকে সংগে সংগে জানাবেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব।
সভায় স্থানীয়রা ডুমাইন ইউনিয়নে একটি পুলিশ ফারি স্থাপনের দাবী জানান৷
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT