আমতলী (বরগুনা) সংবাদদাতা>বরগুনা আমতলীতে গভীর রাতে ২টি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সারে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ও মধ্য আড়পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মাদ্রাসার নৈশ প্রহরী আবু জাফর ও অফিস সহকারী মোঃ আল-আমিন বলেন,রাত আনুমানিক সারে ১১টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে তারা আগুন নেভাতে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা বলতে পারেননি।
বালিয়াতলী চরকগাছিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের সংলগ্ন লোকজন বলেন,বস্তার ভেতর পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।খবর পেয়ে সাথে সাথে পুলিশের একটি টিম সহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shafayet IT