জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির অপকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, তার নামে একাধিক ভুয়া প্রোফাইল খুলে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা এমনকি অর্থ দাবি করা হচ্ছে।
প্রভা বলেন, “আমার নাম ও ছবি ব্যবহার করে অনেক ফেইক আইডি বানানো হয়েছে। এগুলো থেকে রাজনৈতিক মন্তব্য করা হচ্ছে, এমনকি লেখা হচ্ছে আইডির রিচ কমে গেছে—সবাই কমেন্টে সাড়া দিন। এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, “ভুয়া অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক মন্তব্য বা অর্থ চাওয়া হলে দয়া করে বিশ্বাস করবেন না। আমার নামে কেউ যদি এমন কিছু করে, সেটা আমি নই। বিচার করার আগে নিশ্চিত হয়ে নেবেন।”
ভুয়া প্রোফাইল নির্মাতাদের উদ্দেশ্যে প্রভা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি দিয়ে ফেইক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান।”
অভিনেত্রী জানান, সম্প্রতি এক প্রতারণার অভিজ্ঞতায় তিনি আরও বিস্মিত হয়েছেন। একজন মহিলা তাকে ফোন করে বলেন, তার আত্মীয়রা নাকি টাকা ধার করেছে এবং সেটা ফেরত দিতে বললেন। প্রভা জানান, “আমি কোনো আত্মীয়ের নামে টাকা ধার করিনি, আবার নিজেও কখনো কারো কাছে টাকা চাই না। ফেসবুকে আমার নাম ব্যবহার করে টাকাও তোলা হচ্ছে। সবাই সাবধান থাকবেন এবং আমার নামে থাকা ফেক পেজগুলো আনফলো করবেন।”
এদিকে কাজের ব্যস্ততার মধ্যেই প্রভা শুটিং করছেন দুটি চলচ্চিত্রের। তিনি সাদেক সিদ্দিকীর পরিচালনায় ‘দেনা পাওনা’ সিনেমায় অভিনয় করছেন এবং ঝুমুর আসমা জুঁইয়ের পরিচালনায় ‘দুই পয়সার মানুষ’ চলচ্চিত্রেও তাকে দেখা যাবে।