1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
  3. alaminjhalakati@gmail.com : Al-Amin Khan : Al-Amin Khan
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা - দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বৈরাচার পতনে বাক স্বাধীনতা  ফিরে পেয়েছে গণমাধ্যম আরো ৬০ দিন বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রিসি ক্ষমতা বেনাপোল সীমান্ত থেকে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি কম্বল সহ বিভিন্ন পন্য আটক আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন গলাচিপায় খুন ধর্ষণ মব জাস্টিস ও চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলার অবনতি জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।  আছিয়ার মরদেহের সঙ্গে মাগুরায় গেছেন উপদেষ্টা ফরিদা আখতার মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ সাত দিনের মধ্যে শিশু ধর্ষণের বিচারের কাজ শুরু হবে : আইন উপদেষ্টা ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা মাগুরায় দর্শনের শিকার সেই শিশুটি মারা গেছে দেশে ফিরছে লিবিয়ায় আটকে পড়া ১৭৬ বাংলাদেশী

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

আসিফ জামান
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

 13 বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: “ভিটামিন-এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান” ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ থেকে ৪ দিন ব্যাপী পালনের লক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এসময় ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মো: সায়েদুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকিবৃন্দ উপস্থিত ছিলেন। 

কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মো: সায়েদুজ্জামান স্বাক্ষরিত এক লিখিত কাগজের মাধ্যমে জানানো হয়, আগামী ১৫ মার্চ থেকে চারদিন ব্যাপী জেলায় মোট ১ হাজার ৩’শ ৬৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলার মোট ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার মোট ১৮৬টি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাসবয়সী ২৬ হাজার ৬০০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসবয়সী ২ লাখ ৯ হাজার ৫০০’শ  জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। 

এসব টিকাদান কেন্দ্রে মাঠ পর্যায়ের ১৭২ জন সহকারী স্বাস্থ্যকর্মী, ২ হাজার ৭’শ ২৮ জন স্বেচ্ছাসেবী ও ১৭১ জন প্রথম সারির সুপারভাইজার কর্মরত থাকবেন। এছাড়াও জেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা এই কাজে সহযোগিতা করবেন।  ১৫ মার্চ সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

দেশেরকথা/বাংলাদেশ

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা

এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park